টিকটকের আদলে নিজেদের সাইটে ভিডিও ফিড সুবিধা চালু করতে যাচ্ছে টুইটার। ‘ইমারসিভ মিডিয়া ভিউয়ার’ নামের এ সুবিধা চালু হলে বন্ধুদের বিনিময় করা ভিডিও দেখার সময় নিচে একই বিষয়ের বিভিন্ন ভিডিও প্রদর্শন করবে টুইটার। ফলে স্ক্রল করে সহজেই নিজেদের পছন্দের ভিডিও দেখার সুযোগ পাবেন। চাইলে অন্য ভিডিও না দেখে সরাসরি মূল টুইটে (টুইটারে দেওয়া বার্তা) ফেরতও যাওয়া যাবে।
আগামী কয়েক দিনের মধ্যেই আইওএস ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালু করা হবে। এক বিবৃতিতে টুইটার জানিয়েছে, পছন্দের ভিডিওগুলো দ্রুত খুঁজে দিতেই এ উদ্যোগ। তবে কবে নাগাদ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি খুদে ব্লগ লেখার সাইটটি।
টুইটারে বিনিময় করা জনপ্রিয় ভিডিওগুলো সম্পর্কে ধারণা দিতে ‘ভিডিওস ফর ইউ’ নামের আরও একটি সুবিধা চালুর জন্য কাজ করছে টুইটার। এক্সপ্লোরার ট্যাবের মধ্যে যুক্ত হতে যাওয়া এ সুবিধা কাজে লাগিয়ে বন্ধুদের বিনিময় করা ভিডিওর পাশাপাশি টুইটারে থাকা জনপ্রিয় ভিডিওগুলোও দেখা যাবে।
‘এডিট টুইট’ সুবিধা চালুরও উদ্যোগ নিয়েছে টুইটার। এ সুবিধা কাজে লাগিয়ে প্রকাশ করা টুইটের (টুইটারে দেওয়া বার্তা) বানান বা তথ্য সম্পাদনা করা যাবে। প্রাথমিকভাবে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালু করা হবে।
সূত্র: টেকক্রাঞ্চ

Luxury 3 BHK Apartments in Puppalaguda Western Springs is a well-planned residential community designed for modern urban living in West Hyderabad.
ReplyDelete