বিআইজেএফের প্রথম নারী সভাপতি হলেন নাজনীন

 

WhatsApp_Image

দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) ২০২২-২৪ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন নাজনীন নাহার বেগম (মাসিক টেকওয়ার্ল্ড)। আজ রাজধানীর কারওয়ান বাজারে ভিশন ২০২১ টাওয়ারের সম্মেলনকক্ষে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সভাপতি পদে পুনরায় ভোট গ্রহণ করা হয়।নির্বাচনে ৫৪ ভোটারের মধ্যে ৫৩ জন ভোট দেন। দুটি ভোট বাতিল হয়। নির্বাচনে মাসিক টেকওয়ার্ল্ড্র নাজনীন নাহার বেগম ২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

ভোট গ্রহণ শেষে নাজনীন নাহার বেগমকে বিআইজেএফের ২০২২-২৪ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের সভাপতি ঘোষণা করেন বিআইজেএফ নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবদুল্লাহ এইচ কাফি।


উল্লেখ্য, ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে তিন প্রার্থীর মধ্যে নাজনীন নাহার বেগম ও মো. জাকির হাসান ২৫টি করে ভোট পেয়েছিলেন। ফলে সভাপতি পদে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় বিআইজেএফ নির্বাচন কমিশন।


কমিটির বাকি আটটি পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি ভূঁইয়া মোহাম্মদ ইনাম (কমপিউটার বিচিত্রা), সাধারণ সম্পাদক এ কে এম সাব্বিন হাসান কবির (বার্তা ২৪ ডটকম), যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান (নতুন সময়), কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম (বিজটেক ২৪ ডটকম), সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম (ঢাকাপোস্ট ডটকম), প্রকাশনা ও গবেষণা সম্পাদক আসাদুজ্জামান (ঢাকামেইল ডটকম) এবং নির্বাহী সদস্য এস এম ইমদাদুল হক (ডিজিবাংলা) ও মো. এনামুল করিম (ডিজিটাল সময়)।


প্রযুক্তি থেকে আরও পড়ুন

1 Comments

  1. Luxury 3 BHK Apartments in Puppalaguda Western Springs is a well-planned residential community designed for modern urban living in West Hyderabad.

    ReplyDelete
Previous Next

نموذج الاتصال